পরীক্ষা ছাড়াই নতুন সেমিস্টার শুরু

ঢাবি থেকে ২৭ জন পিএইচডি, ১০ জন এমফিল ডিগ্রি পেলেন

ক্যাম্পাস টুডে ডেস্ক


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২৭ জন গবেষককে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ও ১০ জনকে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি দিয়েছে।

ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় এ ডিগ্রি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।

একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ২৭ জন গবেষককে পিএইচডি ডিগ্রি এবং ১০ জন গবেষককে এমফিল ডিগ্রি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *