তথ্য প্রতিমন্ত্রী: জিয়া সরাসরি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল

জাতীয় টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলো বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি ও জামায়াত পাকিস্তানের এজেন্ট, এর কারণেই দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। সাম্প্রতিক দেশে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হয়েছে। এজন্য দুর্নীতিবাজরা কেউ এ অভিযান থেকে রক্ষা পাবে না বলেন প্রতিমন্ত্রী।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান আরও বলেন, “বিএনপির শাসন আমলে দেশে ক্যাসিনো ব্যবসা শুরু হয়েছিল। এই ক্যাসিনো ব্যবসার লাইসেন্স দিয়েছিলেন বেগম খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমান এবং মির্জা আব্বাস। তারা এখন হতাশাগ্রস্ত স্বপ্নভঙ্গ দেউলিয়া দল।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “বর্তমানে বাংলা সিনেমার ব্যবসা ভালো না, তাই দেশে ভালো ছবি নির্মাণ করতে সরকার সহযোগিতা করছেন।”

দ্য ক্যাম্পাস টুডে।

Scroll to Top