তিতুমীর কলেজে ধর্ষণবিরোধী মানববন্ধন ; মুখে কালো পতাকা বেঁধে মৌন মিছিল

জিটিসি টুডে


রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সামনে নোয়াখালী বেগমগঞ্জের বিবস্ত্র নারী নির্যাতনের প্রতিবাদে ধর্ষণবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে তিতুমীর কলেজ সাধারণ শিক্ষার্থীরা অপরাধীদের বিচারের দাবিতে একাধিক দাবি তুলে ধরেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় কলেজের প্রধান ফটকের সামনে তিতুমীর কলেজ সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা শুরু হলেও বৃষ্টির কারণে দ্রুত শেষ হয়।

‘চল যাই যুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে’ এমন স্লোগান দিয়ে তারা দৃষ্টান্তমূলক শাস্তি চান। সবার হাতে ছিল প্রতিবাদী প্ল্যাকার্ড।

উক্ত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বলেন- শুধু নোয়াখালীর বেগমগঞ্জে নয় সারাদেশে যে ধর্ষণ হচ্ছে তারই প্রতিবাদে আজ আমরা মানববন্ধনে এসে দাঁড়িয়েছি।

রাষ্ট্রের যে কেউ হোক ধর্ষকের বিরুদ্ধে কোন সাফাই গাইতে পারবে না কারন ধর্ষক কখনো কোন দলের হতে পারে না। এ রাষ্ট্র যদি ধর্ষকদের শাস্তির ব্যবস্থা না করে তাহলে ধর্ষক আরো বিভিন্ন ফন্দিফিকির করবে ধর্ষণ করার।

মানববন্ধন শেষে মুখে কালো পতাকা বেঁধে সড়কে মৌন মিছিল করেন তারা।

Scroll to Top