টিসিটি ডেস্ক
৩২ একরের ছোট্ট ক্যাম্পাস, যেটি প্রতিষ্ঠিত হয় এই দিনে ১৯৯৮ সালে। বাইশ পেরিয়ে তেইশ বছরে পদার্পণ করলো সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের । আজ ১৪ জুলাই, দেশের অন্যতম বৃহৎ এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বর্তমানে এখানে ৪টি অনুষদের আওতাধীন ১৬টি বিভাগ চালু রয়েছে। এছাড়া বেশ কয়েকটি মাস্টার্স কোর্সও চালু আছে।
অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম ও শহুরে আবহের মিশেলে গড়া প্রতিষ্ঠানটিতে রয়েছে ‘উ’ আকৃতির বিশাল একাডেমিক ভবন।
এছাড়াও দেশের প্রথম ও একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৩ সালে যাত্রা শুরু করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। প্রতিষ্ঠার শুরু থেকেই অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাওয়া গবিসাস বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম অক্ষুন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সংগঠন একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় দারুণ ভূমিকা রাখে। ক্যাম্পাসে বর্তমানে ১৮টি সংগঠন রয়েছে, যাদের মধ্যে বেশকিছু সংগঠন সত্যিকার অর্থেই প্রশংসনীয় কাজ করছে। রক্তদাতা সংগঠন বৃন্ত, ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশন, সাংস্কৃতিক সংগঠন অগ্নিসেতু, ডিবেটিং সোসাইটি, সাধারণ ছাত্র পরিষদ, মিউজিক কমিউনিটি, কালেরকন্ঠ শুভসংঘ, সোশ্যাল ডেভেলপমেন্ট সেন্টারসহ সবাই নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করার চেষ্টা করছে।
২৩ তম জন্মদিনে শিক্ষার্থীদের প্রত্যাশা সময়ের সাথে পাল্লা দিয়ে দুর্বার গতিতে আরও এগিয়ে যাবে প্রাণের ক্যাম্পাস।
উল্লেখ্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ের সুনামকে এক ধাপ এগিয়ে নিতে ভূমিকা পালন করে চলেছে সর্বশেষ চালু হওয়া ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ। ২০১৬ সালের মে মাসে চালু হওয়া বিভাগটি বর্তমানে দেশের প্রথম ও একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়েই পড়ানো হয়।