ত্রাণের তালিকা নিয়ে সংঘর্ষ, সাংবাদিক সহ আহত ২০

সারাদেশ টুডেঃ করোনাভাইরাস কোভিড-১৯ অসহায় দিনমজুর মানুষের মাঝে ত্রাণ বিতরণের তালিকা তৈরি নিয়ে দুপক্ষের সংঘর্ষের ছবি তুলতে গিয়ে সাংবাদিকসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। ভাঙচুর করা হয়েছে দুটি ক্যামেরা। এমন ঘটনা ঘটেছে জামালপুর সদরে পৌরসভা এলাকায়।

স্থানীয়রা বলেন, করোনায় কর্মহীন মানুষের জন্য ত্রাণ বিতরণের তালিকা তৈরি নিয়ে জামালপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

আরও বলেন, এসময় ফুটেজ সংগ্রহ করতে গেলে ইন্ডিপেডেন্ট ও সময় টিভির ক্যামেরাপারন দুজনকে মারধর করা হয়। ভেঙে ফেলা হয় তাদের ক্যামেরা। পরে ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় দুটি আলাদা মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment