থার্টি ফাস্ট নাইটে রাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

রাবি প্রতিনিধি: ‘থার্টি ফাস্ট নাইটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগতদের প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া রাত ৮টার মধ্যে সকলকে ক্যাম্পাস ত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান গণমাধ্যমকর্মীদের এসব নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, থার্টি ফাস্ট নাইট উপলক্ষ্যে রাবিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এদিন সকল প্রকার অনুষ্ঠান ও জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। কোন ধরণের আতশ ও ফটকাবাজী করা যাবে না। এছাড়া বিকেল থেকে বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হবে না। এবং রাত ৮টার মধ্যে সকলকে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।

তিনি আরও বলেন, ‘এদিন ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের গেটে পুলিশ আইডি কার্ড চেক করবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে যাদের আইডি কার্ড নেই, সেক্ষেত্রে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের যে কোন ডকুমেন্ট দেখাতে হবে। ক্যাম্পাসে আইডি কার্ড ছাড়া কাউকে ধরা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *