করোনায় ‘থেমে নেই’ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সাংস্কৃতিক অনুষ্ঠান

মিহাদুল ইসলাম মিজান
ডিআইইউ প্রতিনিধি


বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ফলে আজ অবরুদ্ধ পুরো পৃথিবী।পাঠ্যক্রমের পাশাপাশি থেমে নেই “ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি” এর সাংস্কৃতিক প্রতিযোগীতামূলক অনুষ্ঠান।

শিক্ষার্থীদের প্রফুল্ল ও প্রানবন্ত রাখতে তাদের এই চমৎকার বিনোদন ব্যবস্থা। সাংস্কৃতিক এই প্রতিযোগীতার বিষয়বস্তু ছিল নাচ, গান এবং কবিতা আবৃতি।

প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ডিআইইউ এর সকল ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা।অনুষ্ঠানটি তিনটি খন্ডে তিন দিনে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগী বিজয়ী নির্বাচন করা হয় দর্শকদের ভোট প্রদানের মাধ্যমে। সর্ব্বোচ্চ ভোট প্রাপ্ত প্রতিযোগীকে বিজয়ী হিসেবে ঘোষনা করা হয়।
শেখ ফজুলল পলাশ স্যারের উপস্থাপনায় ১ম দিনে আয়োজিত গানের অনুষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং গানের মাধমে তাদের নিজেদের নৈপুণ্য দেখায়।

পরিশেষে বিজয়ী প্রার্থী নির্বাচন করা হয়। এভাবে পরপর তিনদিনে শেষ হয় এই বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
দর্শকদের সাথে কথা বললে তারা জানান যে অন্যরকম একটা আমেজের মাধ্যমে তারা পুরো অনুষ্ঠানটি উপভোগ করেছেন।

লাইক, কমেন্টে এবং শেয়ারের মাধ্যমে অনুষ্ঠানটি সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছে সবাই.। তারা আরো জানান এই অনুষ্ঠানটির মাধ্যমে ডিআইইউ এর সকল ডিপার্টমেন্টের মাঝে একটি সুসম্পর্ক সৃষ্টি হয়েছে।

‘ভালোবাসার এই বন্ধন বেঁচে থাকুক সারাজীবন ‘

Scroll to Top