দাম বাড়বে বিড়ি-সিগারেটের

জাতীয় টুডেঃ সিগারেট, বিড়ি, জর্দা জাতীয় পণ্য, মোবাইল ফোন, সিম, মোবাইল ডাটা,বিদেশি মোবাইলসহ চলতি অর্থ বছরের বাজেটে বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এবারের অর্থ বছরে দাম বাড়তে পারে এমন পণ্যগুলো হলো- আমদানী করা দুধ ও দুগ্ধজাত পণ্য, আসবাবপত্র, ইন্টারনেট সংযোগ খরচ, সিগারেট, বিড়ি, জর্দা জাতীয় পণ্য, মোবাইল ফোন, সিম, মোবাইল ডাটা, প্রসাধন সামগ্রী, সিরামিক, অনলাইন ফুড, অনলাইন শপ, বিদেশি টিভি, শিল্প লবণ, আমদানী করা এসি, আমদানী করা মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশন ফি, লঞ্চ, চাটার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া।
স্বাস্থ্য সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যসসহ বেশ কিছু পণ্যের দাম কমানোর প্রস্তাবও করা হয়েছে বাজেটে।

দাম কমতে পারে পণ্যগুলো হলো- আইসিইউ, করোনাভাইরাস শনাক্তের কীট, মাস্ক, কৃষি যন্ত্রপাতি, সোলার প্যানেল ব্যাটারি, সয়াবিন তেল, দেশীয় পোশাক, এলজিপি গ্যাস সিলিন্ডার, দেশে উৎপাদিত মোবাইল ফোন, এসি, রেফ্রিজারেটর, মোটর সাইকেল, চিনি, এসির কমপ্রেসার, প্লাস্টিক পণ্য, এমএস রড।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় বাজেট অধিবেশন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এবারের অর্থ বছরের বাজেটে মোট বরাদ্দ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এবং জিডিপি’র লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮.২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *