দুই মাসের মধ্যে আবাসিক হল খোলার সিদ্ধান্ত হতে পারে: চবি উপাচার্য

চবি প্রতিনিধি


স্বাস্থ্যবিধি মেনে দুই মাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলগুলো খুলে দিতে পারে বলে জানিয়েছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৩২তম সিনেট অধিবেশনে সিনেট সদস্য প্রফেসর ড. দানেশ মিয়ার প্রস্তাবের প্রেক্ষিতে এই কথা বলেন চবি উপাচার্য।

প্রফেসর ড. মো. দানেশ মিয়া বলেন, ‘ট্যুরিস্ট স্পটসহ হাট-বাজার সবই ওপেন করে দেওয়া হয়েছে। সংক্রমণের ঝুঁকি থাকলে সেখান থেকেই শিক্ষার্থীরা সংক্রমিত হতে পারে। তাই স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ায় শ্রেয় বলে আমি মনে করি।’

উপচার্য প্রফেসর শিরীণ আখতার বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তবে আগামী দুই মাসের মধ্যে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’

Scroll to Top