দুর্যোগকালে দুস্থ পরিবারের পাশে রাবি চারঘাট উপজেলা সমিতি

রাবি প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ রোধে সারা দেশ লকডাউন করায় অধিকাংশই কর্মহীন হয়ে পড়েছেন। বিপাকে পড়েছেন মধ্যবিত্ত পরিবারগুলো।

এমতাবস্থায় সহযোগিতার হাত বাড়িয়েছে ‘চারঘাট উপজেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।’

দ্বিতীয় বারের মত সংগঠনটির উদ্যোগে বুধবার রাজশাহীর চারঘাট উপজেলায় সংকটে পড়া রাবিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের এবং দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

চারঘাট উপজেলা সমিতি, রাবির সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান (কমল) বলেন, দেশের এই ক্রান্তিকালে উপজেলার মানুষের পাশে দাড়াতে পেরে আমাদের ভাল লাগছে। করোনার এই দুর্যোগ কত দিন স্থায়ী হবে সেটাও বলা মুশকিল। আমরা এ ধরনের কাজ অব্যাহত রাখতে চাই। আমাদের এই কাজগুলো বাস্তবায়িত করার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা সহযোগীতা করছে তাদেরকে উপজেলা সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, “সম্পন্ন করার পূর্বে সব কিছু অসম্ভব মনে হয়, কিন্ত সকলের প্রচেষ্টায় কঠিন কাজ ও অতি সহজে করা যায়।”

Scroll to Top