দেউতিতে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি

দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় দেউতি কলেজ মোড়ের সামনে সারাদেশে সংঘটিত নারী-শিশু নির্যাতন ও বর্বোরচিত ধর্ষনের বিরুদ্ধে প্রতিবাদ ও ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ মানববন্ধনে দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, এলাকার সাধারণ জনগন ও স্হানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন দেউতি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মোঃ আমির হোসেন ও প্রমুখ।

উক্ত মানববন্ধনে বক্তারা ধর্ষণের জড়িত অপরাধীদের গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে ফাসি কার্যকর করার দাবি জানান এবং ধর্ষণ প্রতিরোধে দেশের সর্ব স্তরের জনগণকে সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাধারণ শিক্ষার্থীরা ধর্ষণের প্রতিবাদে বিভিন্ন সচেতনতা মুলক স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

Scroll to Top