দেশের বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে ১৭ তম বশেমুরবিপ্রবি

ক্যাম্পাস টুডে ডেস্ক


প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রোগ্রামিং দক্ষতার ভিত্তিতে দেশের পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠান নিয়ে SYNAPSE পরিচালিত জরিপে জাতীয়ভাবে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে ১৭ তম অবস্থান করে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়টির আগের অবস্থান ২৪ তম স্থান থেকে একবারে ৭ ধাপ এগিয়ে সম্প্রতি ১৭তম অবস্থানে স্থানে জায়গা করে নেয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) SYNAPSE এ বিশ্ববিদ্যালয় র‍্যাংকিংয়ের একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে বশেমুরবিপ্রবির অবস্থান ১৭ তম। প্রকাশিত রাংকিংয়ে এবারও প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট), দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তৃতীয় স্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি)। অন্যদিকে এবারে একধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), পঞ্চম অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

দেশের ১১৯টি পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সমমানের প্রতিষ্ঠান এ তালিকায় স্থান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *