দেশের ১৪৭ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালানোর উদ্যোগ

দেশের ১৪৭ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালানোর উদ্যোগ

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনা বিস্তার শুরু করেছে বাংলাদেশে। এই ভাইরাসের কারণে দেশের ১৪৭টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (২৩ মার্চ) ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। তা মোকাবিলার লক্ষ্যে শিক্ষকদের অনলাইনে শিক্ষাকার্যক্রম পরিচালনা উৎসাহিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বিডিরেনের ডাটা সেন্টার ব্যবহার করে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েরই শুধুমাত্র কম্পিউটার/ল্যাপটপ বা স্মার্টফোন অর্থাৎ এই তিনটি ডিভাইসের যে কোনো একটি এবং স্থিতিশীল ইন্টারনেট সংযোগ ব্যবহারের মাধ্যমে স্বাভাবিক শ্রেণিকক্ষের মতো পাঠদান ও পাঠগ্রহণ কার্যক্রম চালাতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *