দেশে একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্ত ২৫২৩ জন

জাতীয় টুডেঃ গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ সংক্রমণে নতুন করে ২৫২৩ জনের শরীরে শনাক্ত হয়েছে। এটি একদিনে দেশে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে। ২৪ ঘণ্টায় প্রাণহানি হয়েছে আরো ২৩ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫৮২ জনের।

গত চব্বিশ ঘন্টায়-১১,৩০১ টি টেস্ট করা হয়েছে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ পযর্ন্ত মোট সুস্থ হয়ে বাড়িতে গেছেন-৯,০১৫ জন।

স্বাস্থ্য বুলেটিন’র তথ্য মতে করোনা যোদ্ধাদের মৃত্যুর তালিকা বাংলাদেশে ডাক্তার মৃত্যুর সংখ্যা ৩ জন। পুলিশ সদস্যদের মৃত্যুর সংখ্যা ১৫ জন।সশস্ত্র বাহিনীর মৃত্যুর সংখ্যা ৬ জন। আনসার বাহিনীর মৃত্যুর সংখ্যা ১ জন এবং সাংবাদিক মৃত্যুর সংখ্যা ৪ জন।

করোনা ভাইরাসে এপর্যন্ত বিশ্বব‍্যাপী মোট আক্রান্ত ৫৯ লক্ষ ০৫ হাজার ২৯২ জন। মৃত্যুর সংখ্যা ০৩ লক্ষ ৬২ হাজার ০২৩ জন সুস্থ হয়ে বাড়িতে ২৫ লক্ষ ৭৯ হাজার ৬৭৮ জন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

Scroll to Top