দেশে ‘তিন’ জেলায় নতুন করে ৫ বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস টুডে ডেস্ক  


দেশে ৩ জেলায় নতুন করে ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) অনুরোধ জানিয়েছিল  শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মত প্রকাশ করে  ইউজিসি নতুন পাঁচ বিশ্ববিদ্যালয়ের স্থাপনের জন্য দ্রুত প্রজ্ঞাপন জারি করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

 

 

নতুন প্রস্তাবিত পাঁচ বিশ্ববিদ্যালয় হলো     নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নাটোর জেলার সদর উপজেলায় ডক্টর ওয়াজেদ আলী কৃষি বিশ্ববিদ্যালয়, নাটোর জেলার সিংড়া উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয়, মেহেরপুরের গাংনী উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুরে আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো।

Scroll to Top