দ্বাদশ শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হবে সোমবার

জাতীয় টুডে: ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু হবে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে বিতরণ কার্যক্রম।

আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল কলেজে রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার আবেদনের সঙ্গে ঢাকা বোর্ডের নির্ধারিত তথ্য ছক পূরণ করে জমা দিতে হবে। তথ্য ছক পূরণ করে জমা দিয়ে বোর্ডের কলেজ শাখা থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে।

বিতরণ করা রেজিস্ট্রেশন কার্ডে বিষয়, গ্রুপ বা ছবিতে ভুল থাকলে তা সংশোধনের জন্য রেজিস্ট্রেশন কার্ডসহ আগামী ৮ ডিসেম্বরের মধ্যে কলেজ শাখার ৩০৭ নম্বর রুমে আবেদন জমা দিতে বলা হয়েছে। ছবি সংশোধনের ক্ষেত্রে শিক্ষার্থীর ছবি সিডিতে জেপিইজি ফরম্যাটে আবেদনের সাথে জমা দিতে হবে।

যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আছে সেসব প্রতিষ্ঠানের মূল রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের আবেদন পত্রে গভর্নিং বডির সভাপতির স্বাক্ষর ও সিল প্রত্যয়ন থাকতে হবে।

দ্য ক্যাম্পাস টুডে

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment