দ্বিতীয় দিনের মতো চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

দ্বিতীয় দিনের মতো চলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন

চৌধুরী মাসাবি, কুবি প্রতিনিধি: স্থগিত পরীক্ষা চলমান করার দাবিতে গত কালের পর আজ আবারো আন্দোলন অব্যাহত রেখেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টা থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে আন্দোলন করেতে থাকে।

স্বায়ত্তশাসন মানে কি পরীক্ষা বন্ধ?’‘হাটবাজারে মানুষের ঢল বন্ধ কেন পরীক্ষার হল’ সহ বিভিন্ন লেখা সম্বলিত স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।

এ সময় তারা ‘শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চাই’‘সেশনজটের কবলে কেন প্রশাসন জবাব চাই’ স্লোগান দিতে থাকেন।

জানা যায়, এর আগে মঙ্গলবার চূড়ান্ত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে ৫৮টি সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা আটকে গেছে। এতে করে ফের ভয়াবহ সেশনজটের কবলে পড়তে যাচ্ছেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, সর্বত্র স্বাভাবিক চলাচল থাকলেও হঠাৎ করেই চলমান পরীক্ষা বন্ধ করা অযৌক্তিক। গতকাল বুধবারে মানববন্ধন করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment