চবি প্রতিনিধি
দেশব্যাপী চলমান ধর্ষণ ও ধর্ষণের অপরাধে জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বেলা ১.৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে বুদ্ধিজীবী চত্বরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ নেতা শিমুল বিশ্বাস ও নাহিদ আলমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু সহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে নেতাকর্মীরা ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। সমাবেশে বক্তব্য প্রদানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন,”ষড়যন্ত্রকারীরা ধর্ষকের বিচার চায় না, তারা ছাত্রলীগকে দমিয়ে রাখতে চায়।বাংলাদেশের প্রত্যেকটি নারী ছাত্রলীগের মা, তাঁরা ছাত্রলীগের বোন। কেউ কোন জায়গায় সমস্যায় পড়লে সেই জায়গার ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারিকে কল দিবেন। যারা দুষ্কৃতি করে তারা ছাত্রলীগে অনুপ্রবেশকারী।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন,”ধর্ষকদের কোনও দল মত নেই, ধর্ম পরিচয় নেই। তাদের একটাই পরিচয় তারা ধর্ষণকারী।ধর্ষকের বিচারের জন্য ছাত্রলীগ সবসময় রাজপথে থাকবে।”
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুমন নাছির, সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান দিনার, সাবেক উপ-আপ্যায়ন সম্পাদক সায়ন দাশ গুপ্ত, ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম সহ আরো অনেকে।