ধর্ষকের ফাঁসির দাবিতে জামালপুরে প্রতিবাদী’১৯ এর বোবা মিছিল

বশেফমুবিপ্রবি প্রতিনিধি  

জামালপুরে ‘প্রতিবাদী’১৯’ এর উদ্যোগে সারাদেশে চলমান ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বোবা মিছিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (০৮অক্টোবর), সন্ধা ৭ঃ৩০ মিনিটে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে মিছিলটি বের হয়ে শান্তিপূর্ণ ভাবে ফৌজদারী মোড় এ গিয়ে শেষ হয়।

সাম্প্রতিক নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র ও সমসাময়িক ধর্ষণের প্রতিবাদে জানিয়ে জামালপুর শহরের বিভিন্ন স্কুলের ১৯’ব্যাচ এর শিক্ষার্থীসহ, বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন।

শিক্ষার্থীদের দাবি, সারাদেশে আজ আমাদের মা বোন ধর্ষিত হচ্ছে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন তিনি যেন এই সকল ধর্ষক ও ধর্ষকের মদতদাতাদের সর্বোচ্চ শাস্তির দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন।

 

 

Scroll to Top