ধর্ষণকে রুখতে সংসদ ভবনের সামনে মানববন্ধন করলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

মাজেদুল ইসলাম
শেকৃবি প্রতিনিধি


উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ নাকি ধর্ষণের জোয়ারে??প্রশ্নবিদ্ধ বাংলার আপামর জনতার বিবেক। সোশ্যাল মিডিয়া বিশেষত ফেসবুক স্ক্রল করলে নিউজফিড ও মেসেন্জার গ্রুপ গুলো সরগরম এখন ধর্ষণ নিয়ে।তবুও সরকার যেন গা ঢাকা ভাব পোষণ করছে!!

বাংলাদেশের ছাত্রসমাজ আজ গর্জে উঠেছে ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি পাবলিক প্লেসে মৃত্যুদন্ড কার্যকর করার জন্য।

বিশেষত নোয়াখালীর বেগমগঞ্জে ঘটমান পৈশচিক, মধ্যযুগীয় বর্বর কায়দায় ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনায় জাতির বিবেক আজ নিষ্পেষিত।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আজ ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে।মিছিলটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সেকেন্ড গেইট দিয়ে শুরু হয় জাতীয় সংসদ ভবন পর্যন্ত চলে। জাতীয় সংসদের সামনে শিক্ষার্থীগণ সমবেত হয়ে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে সাত( ৭) দফা দাবি উত্থাপন করে।

প্রধানমন্ত্রী ধর্ষকের শাস্তি পাবলিক প্লেসে মৃত্যুদন্ড কার্যকর করে দ্রুত ধর্ষণমুক্ত বাংলাদেশ উপহার দেবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন শেকৃবির সাধারণ শিক্ষার্থীবৃন্দ

Scroll to Top