ধর্ষণবিরোধী মানববন্ধন থেকে তুলে নিয়ে দুই ছাত্রকে হাতুড়িপেটা

ক্যাম্পাস টুডে ডেস্ক


নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটের সামনে ধর্ষণবিরোধী মানববন্ধন থেকে তুলে নিয়ে দুই শিক্ষার্থীকে হাতুড়িপেটার ঘটনা ঘটেছে । লঞ্চঘাটের সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে ঘাট কর্তৃপক্ষের লোকজন এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢাকা টিএন্ডটি কলেজের শিক্ষার্থী মিলন ও বন্দর কদম রসূল কলেজের শিক্ষার্থী মাসুম। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা আহতদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারী ও শিশু ধর্ষকদের বিচারের দাবিতে ফতুল্লার সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়েছিলো শতাধিক শিক্ষার্থী। মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি ওবায়েদউল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধন চলাকালে ফতুল্লা লঞ্চঘাটের সামনে গাড়ি না রাখতে অনুরোধ করে শিক্ষার্থীরা। এতে করে যানজট দেখা দিতে পারে বলে ঘাট কর্তৃপক্ষকে বোঝাতে থাকে।

এই নিয়ে তর্কের এক পর্যায়ে মুন্না, নিহাদ, হৃদয়, তানভীরসহ তাদের লোকজন শিক্ষার্থীরা ওপর হাতুড়িপেটা করে। শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ গজ দূরে অবস্থিত থানায় পুলিশকে খবর দেওয়া হলেও পুলিশ বিষয়টি নিয়ে বিলম্ব করে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, লঞ্চঘাটের সামনে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি।

Scroll to Top