ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

নুর নওশাদ, চবি প্রতিনিধি


দেশব্যাপী চলমান ধর্ষণ ও নিপিড়নের প্রতিবাদে মশাল মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবার (৭অক্টোবর) সন্ধ্যা ৬.৩০টায় মশাল মিছিলটি শুরু হয়ে জয় বাংলা ভস্কর্যের সামনে শেষ হয়।মিছিলে একাত্মতা পোষণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল বাম ধারার ছাত্রসংগঠনগুলো।

মিছিল শেষে জয় বাংলা ভাষ্কর্যের সামনে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন।বক্তারা ধর্ষণের জন্য সরকারের আইন ও বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন।তাঁরা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় এবং দ্রুত ট্রাইব্যুনাল এর মাধ্যমে ধর্ষকদের বিচার কার্যকরের দাবী জানায়।

বক্তারা বলেন,”বাংলাদেশে বর্তমানে ধর্ষণ একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।পাহাড় থেকে সমতল কোথাও মানুষ নিরাপদ নয়।সরকারের আইন ব্যাবস্থার চরম অবনতিই ধর্ষণ বেড়ে যাওয়ার প্রধান কারণ।”

সমাবেশে বক্তব্য রাখেন চবি সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম,চবি ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চবি শাখার সাধারণ সম্পাদক সায়মা আক্তার নিশু, পাহাড়ি ছাত্র পরিষদ (জেএসএস) এর সাধারণ সম্পাদক শ্রাবণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (ইউপিডিএফ) এর নেতা রোনাল চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রোজিনা বেগম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *