ধর্ষন থেকে বাঁচতে তিনতলা থেকে লাফ দিয়ে আহত কিশোরীর জন্য সাহায্যের আবেদন

 

ফারহান আহমেদ রাফি

৩ রা অক্টোবর মঙ্গলবার নারায়ণগঞ্জ বন্দর থানায়, ১৪-১৫ বছরের মেয়েটি তার গার্মেন্টস চাকুরিজীবী বোনের বাসায় বেড়াতে যায়।
রাতে বাথরুমের জন্য বের হলে কুলাঙ্গারেরা মুখ চেপে তিনতলা বিল্ডিংয়ে নিয়ে যায়,ইজ্জত বাঁচাতে মেয়েটি সেখান থেকে লাফ দিয়ে আহত হয়।

আহত কিশোরী সংকটাপন্ন অবস্থায় বর্তমানে শ্যামলী তে পঙ্গু হাসপাতালে ভর্তি আছে।

কিশোরীর বাবা পেশায় দিনমজুর।
চিকিৎসা বাবদ তিন লক্ষ টাকার প্রয়োজন,যা তার নিজের পক্ষে সম্ভব না।

আহত কিশোরীর বাবা সকলের কাছে আকুল আবেদন করেছেন যেন আহত কিশোরী কে বাঁচাতে অন্তত যে যা পারেন তাই দিয়ে সাহায্যের হাত বাড়ান।

 

ভিক্টিমের চাচা
লাল খাঁ
01766875877(বিকাশ)

Scroll to Top