ধানের ১৫টি জাত উদ্ভাবনকারী বাংলাদেশি বিজ্ঞানী ড. লতা আর নেই

ক্যাম্পাস টুডে ডেস্ক


বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক (গবেষণা) ও প্রখ্যাত ধান বিজ্ঞানী ড. তমাল লতা আদিত্য মারা গেছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক পৌনে ১২টার দিকে বিজ্ঞানীর মৃত্যু হয়। ৫২ বছর বয়সী এই বিজ্ঞানী হৃদরোগে ভুগছিলেন।

বিজ্ঞানী ড. তমাল লতা আদিত্য’র মৃত্যুতে ব্রি পরিবারের পক্ষ থেকে প্রয়াত আত্মার চিরশান্তি কামনা করেছেন ব্রি মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।

এক শোক বার্তায় তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

তিনি বলেন, ধান গবেষণার মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা অর্জনে তার অসামান্য অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

বিজ্ঞানী লতা ১৯৯৪ সালে ব্রি-তে যোগদান করেন। এরপর মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রায় ১৫টি জাত উদ্ভাবনে সরাসরি জড়িত ছিলেন।

এছাড়া পরোক্ষভাবে আরো বেশ কিছু জাত উদ্ভাবন প্রক্রিয়াতে নিয়োজিত ছিলেন। তার উদ্ভাবনী ও ধান উন্নয়নে বিশেষ অবদানের জন্য তিনি ‘ধান কন্যা’ হিসেবে বেশ সমাদৃত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র, চিকিত্সক স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ড. লতা আদিত্য ৩১ অক্টোবর ১৯৬৭ সালে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কুন্ডল বালিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মৃত্যুঞ্জয় আদিত্য এবং মাতার নাম সুনীতি রাণী আদিত্য।

তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিষয়ে স্নাতকোত্তর এবং ২০০২ সালে ইম্পেরিয়াল কলেজ, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ প্রজনন এবং বায়োটেকনোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

লতা ২১ নভেম্বর ১৯৯৪ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগে যোগদান করেন। পরবর্তীতে ৯ আগস্ট ২০১০ সালে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদন্নোতি লাভ করেন। এছাড়া গত ২০১৭ সালের ২ অক্টোবর তিনি পরিচালক গবেষণা (চলতি দায়িত্ব) পদে যোগদান করে মৃত্যুর আগ পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন।

ধান প্রজননবিদ হিসাবে অনেকগুলো ধানের জাত উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণের কাজে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষ করে ব্রি ধান৫৭, ব্রি ধান৫৮, ব্রি ধান৬৩, ব্রি ধান৭০, ব্রি ধান৮০, ব্রি ধান৮১, ব্রি ধান৮২, ব্রি ধান৮৮, ব্রি ধান৯০ এবং ব্রি ধান৯৫ ধানের জাতগুলো উদ্ভাবনে তিনি সরাসরি জড়িত ছিলেন।

এছাড়াও ব্রি ধান৪৬, ব্রি ধান৪৯, ব্রি ধান৫০, ব্রি ধান৫৬, ব্রি ধান৭১ ধানের জাতসমূহ উদ্ভাবনে তার অবদান ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *