টিসিটি টুডে: করোনাভাইরাসে যখন দেশের কৃষক শ্রমিক সংকটে ঘরে ধান তোলা নিয়ে চিন্তিত ছিল তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দিয়ে, কেউ বা ধান মাথায় করে কৃষকের ঘরে আবার কেউ ধান ঝেড়ে দিয়েছেন। আর নেত্রীর ডাকে সাড়া দিয়ে কৃষকের পাশে থাকায় প্রধানমন্ত্রী সকল কে ধন্যবাদ জানান এবং অত্যন্ত খুশি হন তিনি।
আজ সোমবার (৪ মে ) করোনা পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের জেলা প্রশাসকদের সাথে ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদানের সময় তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ড. আহমদ কায়কাউস ভিডিও কনফারেন্স সঞ্চালনা করছেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সংগঠন দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় যে অগ্রণী ভৃমিকা পালন করে সেটি আবারও প্রমান হলো। তিনি সংগঠনের সকল কর্মীদের উদ্দেশ্য বলেন দুর্যোগে কৃষকের পাশে থেকে ধান কাটা ও তাদের ঘরে ধান তুলা শেষ না হওয়া অবধি যেন সহায়তায় করে তিনি এই আশাবাদ ব্যাক্ত করেন।
আরও বলেন, করোনায় সকলকে ঘরে থাকতে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে আহবান করেন।