ধারাভাষ্যকার ভদ্রলোকটিও আর নেই

মো মিনহাজুল ইসলাম

সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি ও বর্তমান সময়ের সেরা ধারাভাষ্যকার ডিন জোন্স এবার পাড়ি জমালেন পরপারে। আজ দুপুরে ভারতের মুম্বাইয়ের এক পাঁচ তারকা হোটেলে হার্ট এট্যাকে মৃত্যু বরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

জোন্স ক্রিকেটকে ভালোবাসতেন, তাই
মাঠের খেলা থেকে বিদায় নিয়েও ভালোবাসা থেকে চালিয়ে গেছেন ধারাভাষ্য দেওয়া। তাই তো কমেন্ট্রিবক্সে ঠিকই তাকে দেখা যেতো। এবারও আইপিএলের ধারাভাষ্যকার দলের সদস্য ছিলেন তিনি।

জোন্স ১৯৮৭ সালের অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য। ক্রিকেট ছাড়ার পর তিনি যুক্ত হয়েছিলেন কোচিং ও ধারাভাষ্যে। জীবনের ৫২ টেস্ট ম্যাচ ও ১৬৪ টি ওয়ানডে মিলিয়ে মোট ৯ হাজার ৬৩১ রান করেছেন তিনি। টেস্টে ৪৬.৫৫ গড়ে ১১ টি শতক রয়েছে তার। অন্যদিকে ওয়ানডেতে ৭ সেঞ্চুরির পাশাপাশি আছে ৪৬ টি অর্ধশতক

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment