নটরডেম: এবার হবে না ভর্তি পরীক্ষা, সুযোগ নেই ধূমপায়ী শিক্ষার্থীদের

ক্যাম্পাস টুডে ডেস্ক:   বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ নটরডেম কলেজে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ থেকে। তবে এবার অনুষ্ঠিত হবেনা কোনো ভর্তি পরীক্ষা ।

ইতোমধ্যেই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ কতৃপক্ষ। এখানে বলা হয়েছে,করোনা ভাইরাসের কারণে এবার ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের এসএসসির প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী কলেজে ভর্তি করা হবে।

তবে বিজ্ঞপ্তিতে অন্যান্য শর্তের সঙ্গে আরো একটি শর্ত যোগ করেছে কলেজ কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছে, যে সকল ছাত্র ধূমপান করে, কলেজ কর্তৃক নির্ধারিত ‘ইউনিফরম’ পরিধান পরতে চায় না এবং নিয়মিত ক্লাস করতে চায় না তাদের আবেদন করার প্রয়ােজন নেই ।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৩ জুন থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় কলেজের ওয়েবসাইটে ভর্তির আবেদন করতে পারবেন। আবেদনের সর্বশেষ তারিখ ১১ জুন।

Scroll to Top