নবনির্বাচিত নোবিপ্রবি শিক্ষক সমিতির দায়িত্বগ্রহণ

মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনির্বাচিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মজনুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে সাবেক কমিটি।

গতকাল বুধবার দায়িত্ব গ্রহণের পর নব নির্বাচিত কমিটির সকল সদস্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিনের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নতুন কমিটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের স্বার্থে আমাদের এই কার্যনির্বাহী পরিষদ কাজ করে যাবেন। এছাড়া শিক্ষকদের অধিকার আদায়ে সকল ধরনের যৌক্তিক দাবির পাশে থাকার আশ্বাস দেন।

Scroll to Top