নবাবগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন

অলিউর রহমান মেরাজ

“মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)’র  আয়োজনে  উপজেলার হিলিরডাঙ্গা রাস্তায় প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন কুশদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাহাদত মোহাম্মাদ সায়েম আলী ।

এ সময় উপজেলা প্রকৌশলী মোঃ মুনসুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মশিউর রহমান প্রধান, মোঃ নেওয়াজ শরিফ,  উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মোজাম্মেল হক  প্রমুখ উপস্থিত ছিলেন।

Scroll to Top