আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর পর্যন্ত ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য ঘোষণা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বাড়ানো হল নভেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই যোজনায় গরিব পরিবারকে মাথাপিছু যে পাঁচ কেজি চাল অথবা গম এবং এক কেজি ডাল দেওয়া হচ্ছিল বিনামূল্যে, সেই প্রকল্প নভেম্বর পর্যন্ত বাড়ানো হল। পাশাপাশি আনলক পর্বে আরও সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশ জুড়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। সোমবারও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫২২ জন। মোট আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আজ সোমবার শেষ হচ্ছে আনলক-১। নতুন করে লকডাউন যে হচ্ছে না, তা সোমবার কেন্দ্রের বিজ্ঞপ্তিতেই স্পষ্ট হচ্ছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামিকাল ১ জুলাই থেকে দেশে শুরু হচ্ছে আনলক-২। কিন্তু এখনও ট্রেন, মেট্রো আন্তর্জাতিক উড়ান চালু হয়নি। বহু শিল্পক্ষেত্রে কাজও শুরু হয়নি পুরোদমে। আবার পরিযায়ী শ্রমিকরাও ঘরে ফিরে কার্যত ঘরে বসে আছেন। রোজগার প্রায় শূন্য। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী অন্ন যোজনার মেয়াদ আরও পাঁচ মাস বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর। ৩০ জুন পর্যন্ত এই যোজনার মেয়াদ ছিল। শেষ হওয়ার আগেই মেয়াদ বাড়ানোর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী এ দিন বলেন, ‘‘জুলাই মাস থেকে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি কাজকর্ম হয়। তুলনায় অন্যান্য শিল্পক্ষেত্রে কিছুটা কম কাজ হয়। তা ছাড়া উৎসবের
মরসুমও শুরু হচ্ছে কার্যত জুলাই থেকেই। উৎসবের সময়ে মানুষের প্রয়োজন বাড়ে, খরচও বাড়ে। সেই বিষয় মাথায় রেখেই প্রধানমন্ত্রী অন্ন যোজনার মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়ানো হল। অর্থাৎ নভেম্বর পর্যন্ত দেশের প্রায় ৮০ কোটি মানুষ বিনামূল্য খাদ্যশস্য পাবেন।’
শেষে বলেন, ঋতু পরিবর্তনের সময় স্বাভাবিক ভাবেই সর্দি-কাশি-জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। এই সময় এমনিতেই সাবধানে থাকা দরকার। সেই বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘লকডাউনে কঠোর ভাবে নিয়মকানুন মেনেছেন দেশবাসী। এই মরসুমে এমনিতেই সর্দি-কাশি বাড়ে। তাই এখন দেশবাসীকে লকডাউনের সময়ের মতোই সতর্ক ও সাবধান থাকতে হবে।’’
সূত্র :আনন্দ বাজার