নারায়নগঞ্জের পর এবার হটস্পট তৈরী হচ্ছে যশোর জেলায়

সারাদেশ টুডেঃ  গত ২৪ ঘন্টায়  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে কোভিড-১৯ যশোর জেলায়  ৪৭টি নমুনা পরীক্ষা করে ১০টি জন করোনা পজিটিভ হয়।

অর্থাৎ যশোরে ৪৭ জনের নমুনা টেস্ট করে ১০ জন করোনা রোগী,মানে দাড়ালো প্রতি ১০জনে ২.১২ জন আক্রান্ত,১০০ টেস্ট করলে গ্রাফ বাড়বে এটাই স্বাভাবিক।সুতরাং নারায়নগঞ্জের পর এটাই হটস্পট হতে চলেছে।

কিন্তু এই এলকার মানুষ এখনো সচেতন না। বিভিন্ন এলকায় এখনো মানুষ এলোমেলো ভাবে চলাফেরা করা চায়ের দোকানে আড্ডা দিতে দেখা যাচ্ছে।

বেনাপোল বর্ডার কাছে হওয়ার কারনে এই অঞ্চলের আক্রান্ত সংখ্যা বেশী। এছাড়া প্রতিদিনি ঢাকা থেকে অনেক মানুষ এই অঞ্চলে প্রবেশ করছে।

Scroll to Top