না ফেরার দেশে জাতীয় অধ্যাপক ড.জামিলুর রেজা চৌধুরী

জাতীয় টুডে ডেস্ক : জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৪ টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

সর্বশেষ তিনি ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

পরিবার সূত্রে জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে সেহরীর জন্য ডাকতে গেলে কোনো সাড়া না পাওয়ায়, জামিলুর রেজাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ১৯৪২ সালের ১৫ নভেম্বর সিলেটে জন্ম তার। ১৯৬৩ সালে প্রভাষক হিসেবে বুয়েটের পুরকৌশল বিভাগে যোগ দেন এবং ২০০১ সাল পর্যন্ত সেখানে অধ্যাপনা করেন তিনি।জামিলুর রেজা ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। পদ্মাসেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন এ জাতীয় অধ্যাপক।

কাজের স্বীকৃতি হিসেবে একুশে পদক পেয়েছেন এই খ্যাতিমান প্রকৌশলী।

Scroll to Top