নিউইয়র্কে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

নিউইয়র্কে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো, কমেছে মৃত্যুর হার

আন্তর্জাতিক টুডে


করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়ে আরো ৬৭১ মৃত্যু হয়েছে। এ নিয়ে নিউইয়র্কে মৃতের সংখ্যা এখন ১০ হাজার ৫৬।

অন্যদিকে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২২ হাজার ৮৫০ জন। আক্রান্ত হয়েছেন মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৭ এবং সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৭৩৫ জন।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু মার্ক কুমো জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুর হার কমেছে। তবে মৃত্যুর এই সংখ্যা এখনো অনেক বেশি। নতুন করে নিউইয়র্কে আরো প্রায় ২ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন।

গতকাল সোমবার পর্যন্ত শুধুমাত্র নিউইয়র্কেই ৪ লাখ ৬২ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে এক লাখ ৮৯ হাজার জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *