নিখোঁজের একদিন পরে কলেজছাত্রের লাশ উদ্ধার

ক্যাম্পাস টুডে ডেস্কঃ বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মারুফ আহমেদ মুন্না নামে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার উত্তর গোপালপুর সংলগ্ন ঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।দিনাজপুরের হাকিমপুরের ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় শাখা যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তলিয়ে যায় মুন্না।

মৃত মারুফ আহমেদ মুন্না (১৮) হাকিমপুর উপজেলার নন্দীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। মুন্না রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি’র ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১ম বর্ষের ছাত্র।

এ বিষয়ে হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “পূজার ছুটিতে বন্ধুদের সঙ্গে বাড়িতে বেড়াতে এসেছিলেন মুন্না। গত ৪ অক্টোবর সকালে গ্রামের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে ঘাসুড়িয়া সীমান্তের শাখা যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে তীব্র স্রোতে তলিয়ে যায় মুন্না। পরদিন ৫ অক্টোবর দিবাগত রাতে স্থানীয়দের খবর পেয়ে মুন্নার মরদেহ উদ্ধার করা হয়।”

দ্য ক্যাম্পাস টুডে

Scroll to Top