‘নিখোঁজ সংবাদ’ রচনা করে সংবাদপত্রের সম্পাদকের নিকট পত্র

একটি নিখোঁজ বালকের জন্য ‘নিখোজ সংবাদ’ রচনা করে সংবাদপত্রের সম্পাদকের নিকট প্রেরণ করার জন্য একটি পত্র লেখ। ‘নিখোঁজ সংবাদ’ রচনা করে সংবাদপত্রের সম্পাদকের নিকট পত্র.


তারিখ : ১৫-৫-২০২২

মাননীয় সম্পাদক,
দৈনিক যুগান্তর, ঢাকা।

মহোদয়,
আপনার বহুল প্রচারিত ‘দৈনিক অভিযান’ সংবাদপত্রের বিজ্ঞাপন পৃষ্ঠায় নিম্নলিখিত ‘নিখোঁজ’ সংবাদটি প্রকাশ করে বাধিত করবেন।

বিনীত,
আপনার বিশ্বস্ত
মোস্তাক আহমেদ
৫, পাতলাখান লেন, ঢাকা।

নিখোঁজ সংবাদ

খলিলুর রহমান ওরফে চন্দন নামে ১১ বছরের একটি ছেলে গত ১০ মে দয়াগঞ্জ বাজার এলাকা থেকে হারিয়ে গেছে। তার কপালে একটি কাটা দাগ আছে। ছেলেটি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার পরনে পাজামা, পাঞ্জাবি ও পায়ে চামড়ার স্যাণ্ডেল ছিল। কোনো সুহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নিম্ন ঠিকানায় জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

[এখানে ঠিকানা লিখতে হবে।]

বিনীত নিবেদক,
মো:
৫,পাতলাখান লেন, ঢাকা।


‘নিখোঁজ সংবাদ’ রচনা করে সংবাদপত্রের সম্পাদকের নিকট পত্র

বিদ্যালয়ে উপস্থিত হবার পর হঠাৎ অসুস্থতাবোধ করায় ছুটির আবেদন

Scroll to Top