নিন্দুকের মন || মারইয়াম জামিলা

নিন্দুকের মন
মারইয়াম জামিলা



নিন্দুকের মন বিষে ভরা
পরের ক্ষতি বুঝে,
স্বীয় স্বার্থ সিদ্ধির লক্ষ্যে
ক্ষতির কৌশল খুঁজে।

কুৎসা রটায় অন্যের নামে
চায়না কারো ভালো,
সত্যি কথা বলতে গেলে
মুখটা করে কালো।

দুষ্টু মিষ্টি কথার ছলে
নিয়ে পেটের কথা,
সুযোগ পেলেই বসায় ছুরি
বুকে দিয়ে ব্যাথা

ভুলে গিয়ে সব লাজ লজ্জা
সাধুর মুখোশ পরে,
উপকার তো দূরের কথা
পাপে হৃদয় ভরে।

গীবত করা যে পাপের কাজ
ছাড়বে তারা কবে,
অন্যের ভুলকে শুধরে দিয়ে
শান্ত হয়ে রবে।

Scroll to Top