নির্জন সমুদ্র
তামিম হাসান
নীল আকাশের নিচে
বিশাল এলাকা বিস্তৃত
জায়গা জুড়ে শুধু নীল সমুদ্র।
নিশ্চুপ পরিবেশে
সন্ধ্যা হওয়ার সাথে সাথে
প্রকৃতি হয়ে গেছে বড় অসহায়।
নির্জন সমুদ্র সৈকতে
শুধু সমুদ্রের সচ্ছ
জলের স্রোতের শব্দ।
সমুদ্র আঙিনায় নিঃশব্দ
গাছ গুলো দাড়িয়ে আছে
একত্রিত হয়ে ।
আকাশ জুড়ে এক রাশ কালো
মেঘের ঘনঘটা বিরাজমান ,
নির্জন বালুচরের প্রতিটি
বালুকণা দক্ষিনা হাওয়ায় উড়ছে।
সমুদ্রের মাঝে ভেসে চলা
জাহাজ, নৌকা গুলো যাচ্ছে
গন্তব্যে বয়ে চলে।
হয়তো এটাই ছিলো
নির্জন সমুদ্রের আবহমান দৃশ্য।