নুরের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র তাকে দুর্বল করতে পারবে না

আসিফ নজরুল


ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী।

এ সংবাদটি পড়লাম প্রথম আলো-তে সন্ধ্যা ৬-৫০ মিনিটে। কমেন্ট করেছেন ২৫ জন ততক্ষেনে।

দু’একজন বাদে কেউ বিশ্বাস করছে না এটা। প্রায় সবার বক্তব্য এটা একটা নাটক বা নূরের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র।

নূরের বিরুদ্ধে এরমধ্যে বহু ষড়যন্ত্র হয়েছে, হয়েছে মিথ্যে অভিযোগ। কোনকিছু তাকে দূর্বল করতে পারেনি। এটাও পারবে না বলে বিশ্বাস করি।

ফেসবুক থেকে ..….

Scroll to Top