নেপালে নিষিদ্ধ করা হলো ভারতীয় টিভি চ্যানেল

আন্তর্জাতিক টুডে

 


ভারত এর সাথে তাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালের বিরোধ যেন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় নেপালে বন্ধ ঘোষণা করা হলো সকল ভারতীয় টিভি চ্যানেলকে।

নেপাল সরকার দাবি করেছে, নেপাল এবং নেপালের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একের পর এক মিথ্যা প্রচার চালানো হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে। এমনকি ভারতীয় সংবাদমাধ্যম একতরফাভাবে নেপাল প্রধানমন্ত্রী ওলির পদত্যাগের বিষয়ে খবর করে যাচ্ছে।

সম্প্রতি নেপালের মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে দেখানো হয়। এর পর থেকেই ভারত এবং নেপালের সম্পর্ক খারাপ হতে শুরু করে। পরে খোদ নেপালে নিজের দলেরই বিরোধের মুখে পড়েছেন সে দেশের প্রধানমন্ত্রী। আর এই খবরগুলো সামনে আসার পরেই ভারতীয় সংবাদমাধ্যমগুলো নিয়ে এমন সিদ্ধান্ত নিল নেপাল সরকার।

ভারতের সঙ্গে নেপালের উত্তেজনা ক্রমশ বাড়ছে। উত্তরাখণ্ড থেকে বিহার সবখানেই অবরোধের দেয়াল তৈরি করছে হিমালয়ের দেশ। ছোট রাষ্ট্র হওয়া সত্ত্বেও প্রতিবেশী দেশটি যেন বিশ্বের অন্যতম শক্তিধর ভারতকে পাত্তাই দিচ্ছে না। উল্টো সংঘাতের পথে হাঁটছে নেপাল সরকার। ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া সেটারই ইঙ্গিত করছে।

Scroll to Top