নৈতিকতা

নৈতিকতা
মোঃ আলমগীর হোসেন



নৈতিকতা খুবই তিতা,
ফলাফল খুব মিষ্টি;
মহান প্রভুর পক্ষ থেকে
চমৎকার এক সৃষ্টি।

নৈতিকতা অর্জিত হয়
অধ্যবসায় দিয়ে;
যার রয়েছে নৈতিকতা,
যায় না পথ হারিয়ে।

ভুল পথেও পথ খুঁজে নেয়
নৈতিকতার জোরে,
নৈতিকতা বর্জিত লোক
ঘরেও চুরি করে।

সব ধরনের গর্হিত কাজ
অতি অনায়াসে
দেশকে বলি দিয়ে হলেও
করতে পারে সে!

স্বার্থ ছাড়া সে বোঝে না
অন্য কোন কিছু,
সে কেবলই ছুটে চলে
অন্ধকারের পিছু।

দিনের আলোয় দেখে না সে,
আঁধার হলে দেখে;
অভাগারা সব সমাজে,
সকল দেশে থাকে।

যা কিছু তার ভালো কর্ম
লোক দেখানোর জন্য,
দেশের মাথা বিক্রি করেও
নিজেকে ভাবে ধন্য।

কিন্তু যাদের নৈতিকতার
ভিত্তি অনেক পোক্ত,
মরেও তারা রক্ষা করে
নিজের দেশের স্বার্থ।

দেশ বিদেশে ইতিহাসে
এদের সংখ্যা কম,
কিন্তু তাদের স্মরণ করে
দেশবাসী হরদম।

কোন লোভে অনেক প্রভাবে
বিবেক দেয় না বিক্রি,
হয়তো তাদের দখলে নাই
বড়ো বড়ো ডিগ্রি।

তাদের আছে নৈতিকতা,
দেশের প্রতি দৃষ্টি;
নৈতিকতা খুবই তিতা,
ফলাফল খুব মিষ্টি।

Scroll to Top