নোবিপ্রবিতে আইটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নোবিপ্রবি টুডেঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিজনেস ক্লাবের উদ্যোগে আইটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম সেমিনার কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি নকিবুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান এবং বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা ড. এস এম নজরুল ইসলাম, বিজনেস ক্লাবের সহ প্রতিষ্ঠাতা মো. সাকিবুল হক।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হ্যাস্টির‍্যাংকস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) জনাব আল আমীন।

প্রশিক্ষক আল আমিন ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন। কীভাবে দক্ষতা অর্জনের মাধ্যমে খুব অল্প সময়েই ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার গড়া যায় সে ব্যাপারে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের নোবিপ্রবি প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান।