নোবিপ্রবিতে স্বজন সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন

নোবিপ্রবি টুডেঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( নোবিপ্রবি) জাতীয় দৈনিক যুগান্তরের পাঠক ফোরাম স্বজন সমাবেশের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে আহ্বায়ক, ৭ জন যুগ্ম আহ্বায়ক ও ৭ জন সদস্য সচিব সহ মোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিপন চন্দ্র শীলকে নির্বাচিত করা হয়েছে।

আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে মো: ইমরান হোসেন শোয়াইব, মো:মাইনুদ্দিন পাঠান, মো: মোজাম্মেল হক, সাখাওয়াত আহমেদ ফাহিম, মো:নাইমুর রহমান, মো: রফিকুল ইসলাম এবং মো: রাফিউল ইসলাম।

আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছে মো: শাহরিয়ার জামান সৈকত, মো: জুবায়ের কবির, মো:রিমন, মো: আবদুল্লাহ আল মাহাদী, মো:মাহমুদুর রহমান লিমন, প্রণয় বড়ুয়া এবং মোনতাছের আহমেদ সাকিব।

যুগান্তরের নোয়াখালী জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরীর অনুমোদন ক্রমে ১৫ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন যুগান্তরের নোয়াখালী জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের নোবিপ্রবি প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান।



 

Scroll to Top