ন্যাশনাল ব্যাংকের ৬০ লাখ টাকা উদ্ধার

জাতীয় টুডেঃ  ন্যাশনাল ব্যাংকের ছিনতাই হওয়া ৮০ লাখ টাকার ৬০ লাখ টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায়  চার জনকে গ্রেপ্তার সহ ২টি আগ্নেঅস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ কমিশনার আশরাফ হোসেন।

তিনি বলেন গণমাধ্যমকে জানান, চুরি যাওয়া ৮০ লাখ টাকার মধ্যে বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান চলছে।

উল্লেখ্য গত ১০ মে রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার একটি টাকার বস্তা গাড়ি থেকে খোয়া যায় বলে জানানো হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় রাজধানীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।

Scroll to Top