পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ১২তম প্রায়ণ দিবস আজ

ক্যাম্পাস টুডে ডেস্ক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের এই দিনে তিনি পরলোক গমন করেন।

পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে তিনি শায়িত আছেন।

ড. ওয়াজেদ মিয়া বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞান গবেষণার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও ভূমিকা ছিল তার।

তিনি ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৬২ সালে আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়ে জেল খাটেন তিনি।

এই দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

 

Scroll to Top