পরিবেশ রক্ষায় বুটেক্স ছাত্রলীগ নেতা দীপ্ত

বুটেক্স টুডে


বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্দেশনা মোতাবেক “মুজিববর্ষের আহ্বান ৩টি করে গাছ লাগান” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ছাত্রলীগের সহ–সভাপতি দীপ্ত মাহফুজ ৬০ টি বনজ, ফলজ, ভেষজ ও ওষধি গাছের চারা রোপন করেছে।

রবিবার সকালে সাতক্ষীরা বাইপাস সড়কের দুইধারে ৬০টি বনজ, ফলজ, ভেষজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচী পালন করা হয়।

বৃক্ষরোপনকালে দীপ্ত মাহফুজ বলেন, “মুজিববর্ষ ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। নয়নাভিরাম পরিবেশবান্ধব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাকে সুজলা সুফলা, সৌন্দর্যমন্ডিত করতে বুটেক্স ছাত্রলীগ সহ সভাপতি হিসেবে এটা আমার একটি ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, সম্প্রতি ভয়াল প্রাকৃতিক দূর্যোগ আম্ফানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিতপূর্বক সাতক্ষীরা-ভোমরা, সাতক্ষীরা-আশাশুনী, সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দুধারে আরো কিছু বৃক্ষরোপণের চেষ্টা করবো ইনশাআল্লাহ”।

উল্লেখ্য, মুজিবর্ষ পালনে তিন মাসব্যাপী (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) সারাদেশে তিনটি করে গাছ লাগানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

Scroll to Top