পরীক্ষামূলক লকডাউন তুলে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জের তিন এলাকা থেকে

সারাদেশ টুডেঃ বুধবার (১০ জুন) দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে পরীক্ষামূলক লকডাউন তুলে নেয়া হয় বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার জায়েদুল আলম।

তিনি জানান, গত ৭ জুন রেড জোন চিহ্নিত করে পরীক্ষামূলকভাবে শহরের আমলাপাড়া, জামতলা ও ভূঁইগড়ের রূপায়ন টাউন এলাকাকে ১৫ থেকে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। পরে ওই এলাকায় সংক্রমণের হার কম দাবি করে তৃতীয় দিনের মাথায় আজ লকডাউন তুলে নেয়া হয়। পরিস্থিতি বিবেচনায় লকডাউনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

Scroll to Top