পরোয়ানা ছাড়াই নুরদের গ্রেপ্তার করতে পারবে পুলিশ: আদালত

ক্যাম্পাস টুডে ডেস্ক


পরোয়ানা ছাড়াই নুরদের গ্রেফতার করতে পারবে পুলিশ । ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এর (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় আসামিকে  গ্রেপ্তার করতে পারবে পুলিশ। নুরদের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীর আবেদনের প্রেক্ষিতে রবিবার আদালত এ কথা জানিয়েছে।

এর আগে রবিবার (০৪ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে নুরুল হক নুরসহ ছয় আসামিকে গ্রেপ্তারের আবেদন করেন মামলার বাদী। আবেদনের পরে বিচারক শুনানি শেষে তা নথিভুক্ত করার আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান জানান, ‘আসামিদের গ্রেপ্তার না করার ফলে বাদী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আসামিরা গ্রেপ্তার না হলে মামলার তদন্ত প্রভাবিত হওয়ায় সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাদী ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন। এজন্য আমরা আসামিদের গ্রেপ্তার চেয়ে আবেদন করি। আদালত তা নথিভুক্ত করার আদেশ দেন।’

গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী লালবাগ থানায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনকে আসামি করা হয়। পরে ২১ সেপ্টেম্বর বাদী কোতোয়ালি থানায় একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন।

Scroll to Top