‘পাগল ভিসি ‘ তোকে দেখে নেব পরে, হুমকি বিশ্বভারতী উপাচার্যকে

ক্যাম্পাস টুডে ডেস্কঃ  ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনে ২০০ আসন পাওয়ার ঘোষণা দিয়েছিলেন বিজেপি নেতা অমিত শাহ। তার ধারেকাছেও ঘেঁষতে পারেনি বিজেপি। এই নিয়ে আলোচনা সভা ডেকে বিতর্ক সৃষ্টি করেছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

তীব্র সমালোচনার মুখে আলোচনা বাতিল করেছে কর্তৃপক্ষ। গোটা ঘটনায় উপাচার্যকে পরে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

এক সাক্ষাৎকারে অনুব্রত বলেন, ‘এটা একটা পাগল ভিসি। বিশ্বভারতীতে কোনওদিন রাজনীতি হয় না। আমরা ইন্দিরা গান্ধীকে দেখেছি, রাজীব গান্ধীকে দেখেছি। ওরা হেলিকপ্টার নামাত না। ওর এত দুঃসাহস মানছে না বাংলার মানুষ। এখন সামনে করোনা। আগে করোনার জন্য মানুষের পাশে থাকি। তোকে পরে দেখব।’

উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে আগামী ১৮ মে আলোচনা সভা ডেকেছিল বিশ্বভারতী। বিষয় ‘কেন পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে জিততে পারল না বিজেপি।’ এ রকম দলীয় আলোচনা বিশ্বভারতীর মান ক্ষুন্ন করছে বলে দাবি করেন শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ।

Scroll to Top