পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ক্লাস হলেও পরীক্ষা হবে না

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনাভাইরাস কোভিড-১৯ সংক্রমণের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৮ লাখ শিক্ষার্থী বর্তমান পড়াশোনার বাইরে। অনলাইনে ক্লাস শুরু করতে পারেনি দেশর অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে। এ থেকে উত্তোরণের জন্য  ৪৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৈঠক শেষে জানা যায় , অনলাইনে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। উপস্থিতির বাধ্যবাধকতার না রাখার জন্য আচার্য বরাবর অনুরোধ করা হবে। তবে অনলাইনে ক্লাস হলেও পরীক্ষা নেয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে একসঙ্গে পরীক্ষা নেয়া হবে।

ইউজিসির সূত্রে জানা গেছে , উক্ত বৈঠকে ভিসিরা তাদের বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়ে সমস্যার কথা তুলে ধরেন।

Scroll to Top