পীরগাছায় অসহায় ও দুস্থ পরিবারের মুখে হাসি ফোঁটালো ‘স্বপ্ননীড়’

ওয়াসিফ রিয়াদ, পীরগাছা থেকে: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রংপুরের পীরগাছা উপজেলার ৩৫টি পরিবারে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করলো শিক্ষা ও সেবামূলক সংগঠন ‘স্বপ্ননীড়’।

করোনায় অর্থনৈতিকভাবে ভেঙে পড়াসহ এলাকার বাছাইকৃত দুস্থ পরিবারের বাড়ি বাড়ি এই উপহার পৌঁছে দেন সংগঠনের সদস্যরা।

এক সপ্তাহের খাবার সম্বোলিত প্রতিটি ব্যাগে খাদ্যসামগ্রী হিসেবে রয়েছে- চাল, ডাল, তেল, আলু, সেমাই ও চিনি।

বিতরণকালে স্বপ্ননীড়ের সভাপতি রাকিবুল আরাফাত রোজ গণমাধ্যমকে বলেন, প্রতি ঈদে দুস্থ পরিবারের মাঝে আমরা ঈদের নতুন পোশাক বিতরণ করি। তবে এবারের বিষয়টা সম্পূর্ণ আলাদা। করোনায় গ্রামের অনেক মানুষ অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত সেই সকল পরিবারের পাশে দাঁড়ানো।

তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে সরকারসহ বিভিন্ন উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে এসব ত্রাণ বিতরণকালে অনেক সময় উপযুক্ত দুস্থ পরিবারের মাঝে পৌঁছানোর আগেই শেষ হয়ে যায়। তাই আমরা আমাদের উপহারসামগ্রী বাছাইকৃত ওই সকল পরিবারের মাঝে দিতে চাই, যারা বরাবরই বঞ্চিত হয়।

উল্লেখ্য, রংপুরের পীরগাছা উপজেলার একঝাঁক তরুণের হাত ধরে ২০১৪ সালে যাত্রা শুরু করে ‘স্বপ্ননীড়’ নামক সংগঠনটি।

প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা, সমাজে অসহায় মেধাবী শিক্ষার্থীদের অধ্যয়নে আর্থিক ও মানসিকভাবে সহায়তা প্রদান, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ একটি সুশীল সমাজ গঠন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment